করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াল ভারতীয় নৌবাহিনীতেও। ২০ জন নৌসেনার কোভিড—১৯ পজিটিভ ধরা পড়ল মুম্বইয়ে। নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনী-তে আক্রান্ত নৌসেনাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নৌসেনা সূত্রে খবর, এই প্রথম নৌসেনায় করোনা সংক্রমণের দেখা মিলল নৌসেনার মুম্বইস্থিত একটি ঘাঁটিতে। এখানে নাবিকদের থাকার জন্য বারাক রয়েছে। এখান থেকেই নৌসেনার প্রশাসনিক কাজ চালানো হয়।উদ্বেগজনকভাবে, নৌসেনার ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ডের আওতায় থাক ন্যাভাল ডকইয়ার্ড থেকে ওই ঘাঁটি মাত্র কয়েকশো মিটারের। মুম্বইয়ের ন্যাভাল ডকইয়ার্ডেই রয়েছে নৌসেনার একাধিক আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন। ফলে নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সংক্রমিত এলাকার সমস্ত নাবিকদের চিহ্নিত করে তাঁদের করোনা টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আক্রান্ত নাবিকদের সংস্পর্শে আসা মানুষের খোঁজ চালানো হচ্ছে।
জানা গিয়েছে, ওই রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে এর মধ্যে আইএনএস আংরে-র কোনও জওয়ান গিয়েছিলেন কিনা তার খোঁজ করছে নৌবাহিনী। লকডাউনের কারণে ওই রেসিডেন্সিয়াল এলাকাও বাইরে থেকে বন্ধ। কেউ বাইরে বের হচ্ছেন না। কিন্তু খুব দরকারে সেখানে গিয়ে কেউ ওই জওয়ানদের সংস্পর্শে এসেছিলেন কিনা তার খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধজাহাজে থাকা কোনও জওয়ানের মধ্যে ওই রেসিডেন্সিয়াল এলাকায় গিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।