গোষ্ঠী সংক্রমণ না হলেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছেই। এই পরিস্থিতিতে গতকাল নবান্নে বৈঠকের পরই ‘কড়া হাতে করোনা রোখার’ দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশে এম আর বাঙ্গুরের পর আর জি কর হাসপাতালেও করোনা পরীক্ষার প্রস্তুতি শুরু হল।
আজ, শনিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই আর জি কর প্রস্তুত হয়ে যাবে করোনা-পরীক্ষার জন্য। রাজ্যে মোট ৮ হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে। এরমধ্যে ৫টি সরকারি ও ৩টি বেসরকারি হাসপাতাল। প্রসঙ্গত, রাজ্যে করোনা-আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৬২ জন। এরমধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন।