করোনার জেরে লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। এর মধ্যেই ধর্ষণের শিকার হলেন ভোপালের এক দৃষ্টিহীণ ব্যাঙ্ক ম্যানেজার৷ মধ্যপ্রদেশের ভোপালে শাহপুরা এলাকায় শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনা লকডাউনের সময় বিজেপি শাসিত ভোপালের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
৫৩ বছরের ওই মহিলা চোখে দেখতে পান না। লকডাউনের কারণে তাঁর স্বামী রাজস্থানের সিরোহিতে আটকা পড়েছেন। সুতরাং তার ফ্ল্যাটে একাই ছিলেন ওই প্রৌঢ়া। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বারান্দার খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকে দুষ্কৃতী। অজ্ঞাতপরিচয় ধর্ষককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।