মহামারির এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল গোবরডাঙার ৬ বছরের মেয়ে দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে গান গেয়ে সচেতনতার বার্তা দিচ্ছে সে। আর সেই গান গেয়ে যা উপার্জন হচ্ছে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা, মায়ের একমাত্র মেয়ে বছর দুয়েক ধরে গানের সঙ্গে যুক্ত। লেখাপড়ার পাশাপাশি একাধিক গানের অনুষ্ঠানও করে দেবাঙ্কিতা। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। তবুও বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে৷ আর সেই সব মানুষকে সচেতন করতে বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে গান গাইছে খুদে শিল্পী।
বাবা দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “দেবাঙ্কিতা দিন সাতেক ধরে গান গেয়ে পাওয়া ভিক্ষার টাকা এলাকার প্রশাসনিক কর্তাদের হাতে তুলে দিচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার বসিরহাট বাদুড়িয়া বাজার এলাকায় সংগৃহীত প্রায় হাজার ৫০ হাজার টাকা বসিরহাট ও বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।”
দেবাঙ্কিতা জানায়, তার উদ্দেশ্য গান গেয়ে সচেতনতা প্রচার। মানুষকে বুঝিয়ে এই করোনা ভাইরাসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা ও গরীব মানুষের কল্যাণে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে টাকা তুলে দেওয়া।
করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছে সে। গান গেয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষাও চাইছে৷ মেয়ের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরছেন বাবা দেবব্রত বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বেড়াচাঁপা বাজারে দাঁড়িয়ে গান করে ওই খুদে। সংগৃহীত প্রায় ৮ হাজার টাকা এদিন বিকেলে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের হাতে তুলে দেয়।