করোনার জেরে ঘুম উড়েছে স্বাস্থ্যকর্মীদের। রোজ মৃত্যুমিছিল দেখছে গোটা দেশ। বার বার সরকারি তরফে জানানো হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা, বাইরে না বেরোনোর উপদেশ দেওয়া হচ্ছে। কিন্তু তবুও কিছু মানুষের টনক নড়ছে না। অনেকেই নিষেধ না মেনে নেমে পড়ছেন রাস্তায়। তাদেরকে ‘শিক্ষা’ দিতে এবার পথে নামলেন ‘যম’। সারাদিন রাস্তায় ঘুরে মানুষকে সতর্ক করলেন। আর নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল হল সেই ছবি।
এক পুলিশকর্মীই মানুষকে সতর্ক করতে যমের পোশাক পরেন। মাথায় সোনালি মুকুট, আর হাতে বল্লম, আর চোখে চশমা। এই অভাবনীয় পোশাকেই দেখা গিয়েছে তাঁকে। গোটা শহর ঘুরে ঘুরে মানুষকে মৃত্যুদূত করোনা বিষয়ে সতর্ক করে চলেছেন তিনি। এই পুলিশকর্মীর নাম জওহর সিং। তার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন মধ্যপ্রদেশের বহু নেতামন্ত্রী।
প্রসঙ্গত, এই মুহূর্তে অন্তত ১৩১০ জন মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত। তার মধ্যে ইন্দোরে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৩২৮ জন। আর মৃতের সংখ্যা ৬৯ জন।