চিনের উহান শহরে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা গুনতে ভুল হয়েছে বলে জানিয়েছে চিন। জানানো হয়েছে, এই মৃত্যুর সংখ্যা আরও ৫০ শতাংশ বেশি হবে। আর তারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, এই অবস্থা সব দেশেরই হবে। একবার কোভিড ১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে চলে এলে সব দেশকেই ফের নতুন করে মৃতের সংখ্যা গুনে দেখতে হবে বলে জানিয়েছে হু।
হু বলছে যে চিন একা নয়, এই পরিস্থিতির মুখে পড়তে হতে পারে অন্য় সব দেশগুলোকেই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিক ভাবে মৃতের যে সংখ্যা বলা হয়েছিল তা বাড়াতে হতে পারে সব দেশকেই। করোনাভাইরাসের মতো অতিমারীর ক্ষেত্রে এটি খুব একটা অস্বাভাবিক নয় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক কতজন করোনায় মারা যাচ্ছেন, তা প্রাথমিক ভাবে বোঝা সম্ভব নয় অনেক দেশের পক্ষেই।
জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ১৯ টেকনিক্যাল প্রধান মারিয়া ভেন কেরখোভ জানিয়েছেন, উহানের প্রশাসন এই মুহূর্তে তাদের ডেটাবেস নতুন করে চেক করে দেখছে। ফলে এই নতুন তথ্য বেরিয়ে আসছে। উহানে অনেকেই বাড়িতে মারা গিয়েছেন। অনেকে আবার বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন। তাই তাঁদের তথ্য সেইসময় নথিভুক্ত করা হয়নি। সেগুলো এখন হচ্ছে। তাই এই সংখ্যাটা বাড়ছে। সব দেশেরই একই অবস্থা হবে বলে জানিয়েছেন তিনি।