গত ১৮ মার্চ থেকে দেশজুড়ে বন্ধ হয়েছে যাবতীয় সিনেমার শ্যুটিং। করোনা সংক্রমণ এড়াতে মাঝপথে আটকে রয়েছে একাধিক ছবির কাজ, বন্ধ সমস্ত মাল্টিপেল্ক্স সহ সাধারণ সিনেমা হল। তাই মুক্তিও পিছিয়েছে একাধিক ছবির। এবার পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছরে হয়ত মুক্তি পাবে না আমির খানের ‘লাল সিং চাড্ডা’। এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এই ছবির লেখক অতুল কুলকার্নি।
হলিউডের অস্কার জয়ি ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক হল ‘লাল সিং চাড্ডা’। এই ছবির মূল ছবিতে টম হ্যাঙ্কস–এর চরিত্রে অভিনয় করছেন আমির খান। ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। অনেকেই এই ছবির রিলিজের অপেক্ষায় মুখিয়ে ছিলেন। আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতেও ভারতে শিখ দাঙ্গা থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা, বাবরি মসজিদ ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উথানের গল্প ফুটে উঠবে। এই ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপূর খান।
লকডাউনের কথা মাথায় রেখেই বেশ কিছু ছবির মুক্তি অনলাইনে করার চিন্তা ভাবনা করেছিল প্রযোজকেরা কিন্তু আর্থিক দিকের কথা মাথায় রেখে পিছিয়ে এসেছেন প্রত্যেকেই।
অপরদিকে, মধ্যপ্রাচ্যে বেশকিছু জায়গায় শ্যুটিং হওয়ার কথা ছিল সলমনের ‘রাধে’ ছবির। করোনা’র জন্য সেই কাজও বাতিল। ফলে চলতি বছরে ইদে মুক্তি পাবে না সলমনের ‘রাধে’। পাশাপাশি মুক্তির তালিকায় ছিল রণবীর সিং এর ‘৮৩’, সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’, জনের ‘মুম্বই সাগা’, ইমরান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘চেহরে’ এই সবকটি ছবির ভবিষ্যত এখনো কেউ জানে না।