পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে ২০ এপ্রিল থেকে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি কাজ শুরু করতে পারে। এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্র। তবে লকডাউনের পরিস্থিতিতে কতজন কর্মী অফিসে এসে কাজ করতে পারবেন বা রাজি হবে, তা নিয়েও সন্দেহ রয়েছে।
ন্যাসকম’–এর সভাপতি দেবযানী ঘোষ জানিয়েছেন, ‘নিয়ম মেনেই সব কাজ করা হবে। প্রাথমিক ভাবে ১০ থেকে ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা হবে। আগামী ২–৩ মাসের মধ্যে সেটা পঞ্চাশ শতাংশ করা সম্ভব হবে। অনেকেই মনে করছেন ৩ মে–র পর থেকে ব্যবসা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তা হবে না। করোনার মোকাবিলা করে আমরা কীভাবে বাঁচব সেটা আমাদের শিখতে হবে।’
বায়োকন’ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শ জানিয়েছেন, ‘এটা অত্যন্ত জরুরি বৈঠক ছিল। ২০ এপ্রিল থেকে কিছুটা অর্থনৈতিক সক্রিয়তা হয়ত দেখা যাবে। তথ্যপ্রযুক্তি অত্যন্ত জরুরি ক্ষেত্র। পুলিশ যে পাস ব্যবস্থা চালু করেছে তা ভালই কাজ করেছে। এটা বাড়ানো হবে। তবে অতিরিক্ত পাস দিতে হবে এই ছাড় দেওয়ার পরে। আমরা অবশ্য খুব বেশি গাড়িকে অনুমতি দেব না। সমস্ত সংস্থাগুলি যারা নিজেদের কর্মীদের সাইটে ফেরাতে চায়, তারা অবিলম্বে বিএমটিসি বাসগুলির সঙ্গে যোগাযোগ করুক। প্রতিটি অফিস চত্বরে পরীক্ষার বুথ নির্মাণ করতে হবে এবং কারোর পজিটিভ ধরা পড়লে দ্রুত পদক্ষেপ নিতে হবে।