করোনা পরিস্থিতি মোকাবিলায় ফের একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের। শুক্রবার সাংবাদিক বৈঠক করে আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এরপরই এই প্যাকেজ ঘোষণা হল।
জি ২০ গোষ্ঠীগুলির মধ্যে সর্বোচ্চ ১.৯ শতাংশ আর্থিক বৃদ্ধির হার ভারত ধরে রাখবে বলে জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আপাতত ৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করল শীর্ষ ব্যাঙ্ক। গভর্নর দাস জানান, পরিস্থিতি বিচারে টাকার পরিমাণ বাড়তে পারে।
ক্ষুদ্র-মাঝারি শিল্পের পাশাপাশি আবাসন শিল্পের জন্য ১০ হাজার কোটি, নাবার্ডের জন্য ২৫ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। চলতি অর্থবর্ষে ১.৯ শতাংশ বৃদ্ধির হার ধরে রাখার কথা বললেও, পরবর্তী আর্থিক বর্ষে ৭.৪ শতাংশ বৃদ্ধির হারের আশা প্রকাশ করেছেন শক্তিকান্ত দাস। যদিও এই পূর্বাভাস নিয়ে প্রশ্ন উঠছে।
বিশ্বের অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়ে আরবিআই গভর্নর বলেন, ‘করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক গোটা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে। দেশের ব্যাঙ্কগুলিতে নগদের জোগানে কমতি নেই। জিডিপি-র ৩.২ শতাংশ নগদের জোগান রয়েছে।’ অনলাইন ব্যাঙ্কিংয়েও ‘কোনও সমস্যা নেই’ বলে আশ্বস্ত করেছেন শীর্ষ ব্যাংকের প্রধান। পাশাপাশি স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেশের কৃষি ব্যবস্থার জন্য ‘স্বস্তির খবর’ বলে জানিয়েছেন আরবিআই গভর্নর।
এদিন ফের একবার রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা জানিয়েছেন শক্তিকান্ত দাস। এর ফলে ৪ বেসিস পয়েন্ট থেকে রিভার্স রেপো রেট কমে দাঁড়িয়েছে ৩.৭৫। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট।