একা করোনায় রক্ষে নেই, দোসর যেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, বিশ্বজুড়ে এই করোনা পরিস্থিতির মধ্যেই কখনও একের পর এক দেশকে হুমকি দিচ্ছেন তিনি, তো কখনও আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। যা নিয়ে বেজায় বিরক্ত বহু দেশই। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের প্রতি খোলাখুলি সমর্থনের মাধ্যমে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে কঠিন চ্যালেঞ্জ খাড়া করলেন৷
করোনা সংকটে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হাল ধরতে চাই সুযোগ্য নেতৃত্ব৷ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চরম ব্যর্থতার পর ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন দেশকে সঠিক পথে চালনা করতে পারেন৷ তাই আগামী ৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে তাঁরই জয় কাম্য৷ বাইডেনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে পরোক্ষভাবে এমনটাই বুঝিয়ে দিলেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা৷
প্রসঙ্গত, ডেমোক্র্যাটিক দলের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে বাকি সব প্রার্থী সরে যাবার পর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে চলেছেন৷ এতকালের নীরবতা কাটিয়ে এবার তাঁর প্রতি খোলাখুলি সমর্থন জানালেন ওবামা৷ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভাইস প্রেসিডেন্টের পদে জো বাইডেনকে বেছে নেওয়াই প্রেসিডেন্ট হিসেবে তাঁর অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল৷ তাঁর সাফ কথা, এই মুহূর্তে একজন প্রেসিডেন্টের যে সব গুণাগুণ থাকা উচিত, জো বাইডেনের সে সব রয়েছে৷
এদিকে, সোমবার প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি সান্ডার্সের প্রকাশ্য সমর্থনের পর মঙ্গলবার ওবামার সমর্থন বাইডেনকে আরও চাঙ্গা করে তুলেছে৷ দলের আনুষ্ঠানিক মনোনয়নের পর প্রচার অভিযানের জন্য তাঁর পক্ষে অর্থ সংগ্রহের কাজও অনেক সহজ হয়ে উঠবে বলে ধরে নেওয়া হচ্ছে৷