সমগ্র দেশবাসীর কাছে আতঙ্কের নাম এখন নিজামুদ্দিনে তাবলিগ-এ-জামাতের ধর্মীয় সভা। ইতিমধ্যেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করায় আগেই জামাতের প্রধান মৌলানা সাদ খণ্ডলভীর নামে এফআইআর দায়ের করা হয়েছিল। আর এবার তাঁর নামে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু করা হল।
তাঁর বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর থেকেই আত্মগোপন করে রয়েছেন মৌলানা। যদিও আইনজীবীর মাধ্যমে পুলিশকে তিনি জানান, তিনি নাকি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এবং সেই কারণে পুলিশের তদন্তের কাজে সহায়তা করতে পাচ্ছেন না। পাশাপাশি অডিও বার্তায় সকল অনুগামীদের প্রশাসনের নির্দেশও দেন। কিন্তু ইতিমিধ্যে নিজামুদ্দিনে অংশ নেওয়া প্রচুর মানুষ করোনায় আক্রান্ত ও বেশ কিছুজনের মৃত্যু হওয়ায় মৌলানার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত নরহত্যা) মামলা রুজু করা হয়েছে।
এর আগে যখন পুলিশ এফআইআর দায়ের করে তখন বলা হয়েছিল, সরকারি নির্দেশ অনুযায়ী কোনও স্থানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না, তা আগেই জামাত কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু মারকাজে যে প্রচুর লোক রয়েছেন, তা পুরোপুরি গোপন করে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। কিন্তু প্রশাসনের আশঙ্কা ওই জমায়েতের ফলে প্রায় ৯০০০ জন করোনায় আক্রান্ত হতে পারেন! স্থানীয় প্রশাসন সূত্রে খবর ওই জমায়েতে প্রায় ৭,৬০০ জন ভারতীয় ও ১৬০০ বিদেশি নাগরিক অংশ নিয়েছিলেন। উভয় মিলে সংখ্যাটা দাঁড়ায় প্রায় ৯০০০। বিশেষজ্ঞদের আশঙ্কা ওই ৯০০০ জনের করোনায় সংক্রামিত হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। কিন্তু আরও ভয়াবহ হলো তাদের মধ্যে যারা বাড়ি ফিরছিলেন, তারা আরো অনেক লোককে সংক্রামিত করতে পারেন। আর সেই কারণেই ওই সব ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে প্রতিটি রাজ্য প্রশাসন।