করোনার প্রকোপে গোটা দেশ জুড়ে লকডাউন৷ রাস্তায় চলছে না গাড়ি৷ মানুষ শূন্য রাজপথ৷ করোনা মোকাবিলায় দেশের বেশিরভাগ মানুষই নিজেদেরকে করে রেখেছেন ঘরবন্দী৷ তবে এই অবস্থায় পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তখন সে বিপাকে পড়তে হয়, তা জলজ্যান্ত উদাহরণ চোখে পড়ল কেরালায়!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক মধ্যবয়স্ক ব্যক্তি তাঁর বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন৷ আর তার পিছনে পিছনে ছুটছেন তাঁর মা৷ হাতে হাসপাতালের কাগজপত্র!
সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, মধ্যবয়স্ক এই ব্যক্তি প্রথমে তাঁর ৬৫ বছর বয়সের বাবাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন৷ তবে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি পৌঁছতেই পুলিশ তাঁদের গাড়িকে আটকে দেয় হাসপাতালের কাগজ দেখালেও কিছুতেই গাড়িকে এগোতে দেয় না পুলিশ৷ কোনও উপায় না পেয়ে, ব্যক্তি নিজেই বাবাকে কোলে তুলে হাঁটা দেন বাড়ির উদ্দেশ্যে!
ভিডিওটি ঝড়ের মতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ গোটা ঘটনাটি চাক্ষুষ করে রীতিমতো নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা৷