করোনা সংক্রমণের ভয়ে অনেক চাষিই ধান বিক্রি করতে চাইছে না। তাই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেন অ্যাপের মাধ্যমে চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। কথা রাখলেন মমতা। মে থেকে ‘অন্নদাত্রী’ অ্যাপের মাধ্যমে ধান কিনবে রাজ্য সরকার। এর পাশাপাশি বিশেষ টোল ফ্রি নম্বরে ফোন করলেও চাষির কাছে গিয়ে ধান কেনা হবে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন।
চাষির কাছে গিয়ে ধান কিনতে ছোট ও বড় পণ্যবাহী গাড়ির ব্যবস্থা করতে হচ্ছে। ওই গাড়িতে ওজন করার যন্ত্র থাকবে। গ্রাম থেকে ধান কিনে লরি সরাসরি রাইস মিলে তা চলে যাবে। অ্যাপের মাধ্যমে ধান বিক্রি করতে ইচ্ছুক চাষিকে তাঁর নাম, গ্রাম ও ব্লকের নাম, মোবাইল নম্বর প্রভৃতি জানাতে হবে।
জানা গিয়েছে, বিডিও অফিসের মাধ্যমে ওই ধান কেনা হবে। বিডিও অফিসের এক আধিকারিক চেক সঙ্গে করে নিয়ে যাবেন। ধান কেনার পর চেকের মাধ্যমে দাম মিটিয়ে দেওয়া হবে।