হলুদ ট্যাক্সির বদলে ক্যাব গুলোকে আপন করেছে মানুষ। কিন্তু এই লকডাউনের জেরে হলুদ ট্যাক্সি কিংবা ক্যাব সবারই এক হাল। লকডাউন চললেও খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিষ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অ্যাপ ক্যাব চালকদের। একে টাকা ফুরিয়ে যাচ্ছে, পাশাপাশি লকডাউন উঠলে তারপর কি হবে আশঙ্কায় ট্যাক্সি চালক থেকে
টালিগঞ্জের বাসিন্দা দিলীপ মন্ডল। আগে চালাতেন হলুদ ট্যাক্সি। এখন চালান অ্যাপ ক্যাব। তার কথায়, “দিনে চারটে থেকে পাঁচটা ট্রিপ করতাম। যে টাকা আয় হত তাতে সংসার চালানো থেকে শুরু করে বাকি কাজ সবটাই হয়ে যেত। কোনও অসুবিধা ছিল না। এখন যা অবস্থা তাতে ২৫ দিন হল গ্যারেজ থেকে গাড়ি বার করতে পারিনি। কবে বার করতে পারব তাও জানি না। যদিও সংসার খরচ তো আর থেমে নেই।”
হিসেব বলছে শুধু কলকাতাতেই এই অ্যাপ ক্যাব আছে সংখ্যায় প্রায় ২৫০০০। যদিও প্রতিদিন শহরের রাস্তায় এত গাড়ি চলাচল করত না। কিন্তু চাহিদা মেনে গাড়ি চলে যা তাতে দৈনিক আয় হয় চালকদের প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা। কিন্তু এই কঠিন সময়ে সেই টাকা আয় করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে চালকদের। এই দুঃসময় কাটবার অপেক্ষায় এখন সাধারণ মানুষ।