করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা দেশজুড়ে ২১ জুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পরামর্শ মতো সেই লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন তিনি। ফলে স্তব্ধ জনজীবন। ঘরবন্দী প্রায় সকলেই। এরই মধ্যে স্বাস্থ্য বা গাড়ির বিমা যাঁদের আছে তাঁরা কীভাবে তাঁদের বিমা পুনর্নবীকরণ করবেন তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার তাঁদের রেহাই দিয়ে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যে ১৫ মে পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হবে প্রত্যেককে।বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এমনিতেই লকডাউনের কারণে দেশে পুরোপুরি বন্ধ রয়েছে গণ পরিবহণ ব্যবস্থা। এই সময়ে যাঁদের বিমার পুনর্নবীকরণের টাকা দেওয়ার কথা ছিল তাঁরা কীভাবে সে টাকা বীমা সংস্থার কাছে জমা দেবেন তা নিয়ে চিন্তায় ছিলেন, এবার তাঁদেরই আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সীতারমণ টুইটারে সরকারের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করে বলেন, ‘বিমার ক্ষেত্রে প্রত্যেকেই পুনর্নবীকরণের জন্যে ১৫.০৫.২০২০ পর্যন্ত অর্থ জমা দেওয়ার সময় পাবেন।’ তবে বিমা পুনর্নবীকরণের জন্যে আগামী ১৫ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হল তাঁদেরই জন্যে যাঁদের পলিসি রিনিউয়াল ডেট ২৫ মার্চের পরে ছিল। লকডাউন জারির আগে যাঁদের বিমার টাকা জমা দেওয়ার কথা ছিল তাঁদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধা প্রযোজ্য নয়, স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের তরফে।