রাজ্য এবং রাজ্যপাল সঙ্ঘাত যেন কিছুতেই থামার নয়। এই করোনা আবহেও বারবার রাজ্যের নানা সিদ্ধান্তে মুখ খুলে বিতর্কের সৃষ্টি করছেন জগদীপ ধনকর। কয়েক দিন আগেই টুইটারে বেলপাহাড়ি হাসপাতালে আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ঘটনার পক্ষে সওয়ার করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ফের টুইট করে রাজ্যের বিরুদ্ধে
সরব হতে দেখা গেল বাংলার রাজ্যপালকে।
বুধবার টুইটারে ধনকর বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের সব বিধি কার্যকরী করা উচিত। পুলিশ ও প্রশাসন ১০০ শতাংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে সফল হচ্ছে না। তাই তাদের বাইরে বেরোনোর রাস্তা দেখিয়ে দেওয়া হোক। লকডাউন সফল হওয়া উচিত। পরীক্ষামূলক ভাবে কেন্দ্রীয় আধা সেনা বাহিনী নামিয়ে দেখা হোক।’
প্রসঙ্গত, গত সপ্তাহ থেকেই রাজ্যে লকডাউনের বিধি না মানা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখা নিয়ে একাধিকবার টুইটারে সরব হতে দেখা গিয়েছে ধনকরকে। শুধু তাই নয়। নববর্ষের দিনেও ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। আর এদিন কার্যত কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর বিষয় সওয়াল করাতে কার্যত করোনা মোকাবিলা ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত নয়া মোড় নিল বলেই মনে করা হচ্ছে।