জল্পনায় ইতি টেনে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, অর্থাৎ ১৪ এপ্রিল মঙ্গলবার, প্রথম পর্যায়ের লকডাউনের অন্তিম দিন। এদিন প্রধানমন্ত্রী সাফ জানান, সঠিক সময়ে পদক্ষেপ না করলে দেশে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যেত। ফলে বিশেষজ্ঞদের মতামতের কথা রেখে, মে মাসের ৩ তারিখ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হল। তবে ২০ এপ্রিলের পর শর্তসাপেক্ষে ছাড় মিলতে পারে।
এদিন সকাল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বাড়িতে থেকে মানুষ যেভাবে ‘সোশ্যাল ডিস্ট্যানসিং’য়ের নির্দেশ মেনে চলেছে, সেই কথা উল্লেখ করে দেশের মানুষের প্রশংসা করেন তিনি। তারপর মোদী জানান, রাজ্যগুলির অনুরোধ ও বিশেষজ্ঞদের মতামতের কথা মাথায় রেখে মে মাসের ৩ তারিখ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, হুঁশিয়ারির সুরে তিনি বলেন, রাজ্যগুলির উচিত সঠিকভাবে লকডাউন পালন করা। কোনও নিয়ম ভেঙে যাতে সংক্রমণের ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখতে হবে রাজ্য প্রশাসনের।
উল্লেখ্য, করোনা ঠেকাতে চলা লকডাউনের জেরে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দিনমজুর ও কৃষকরা। ভাষণে এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ২০ এপ্রিলের পর পরিস্থিতি পর্যালোচনা করে কিছু ছাড় দেওয়া হতে পারে।তবে তা শর্তসাপেক্ষ হবে। জরুরিভিত্তিতে সংক্রমিত এলাকা থেকে বিশেষ অনুমতি সাপেক্ষে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে। এবার আগের থেকেও বেশি সতর্ক থাকতে হবে। হটস্পটগুলিকে চিহ্নিত করে বিশেষ নজর দিতে হবে। গরীবদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, আরোগ্য সেতু মোবাইল অ্যাপটি বেশি করে ব্যবহার করা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন নমো।