এর আগে করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবারই। তার আগেই ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। পিএমও-র তরফে টুইট করে জানানো হয়েছে, ১৪ এপ্রিল সকাল ১০টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, তাঁর ঘোষিত লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবারই। এরই মধ্যে বর্তমান পরিস্থিতিতে করোনাকে মোকাবিলা করার জন্য বিভিন্ন রাজ্য তাঁর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পর অধিকাংশ রাজ্যই লকডাউন বাড়ানোর সিদ্ধান্তে সায় দিয়েছিল বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছিল। তার পর ইতিমধ্যেই বাংলা-উড়িষ্যার মত বেশ কয়েকটি রাজ্য ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আগামীকালের ভাষণে গোটা দেশের ক্ষেত্রেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করতে পারেন মোদী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।