লকডাউনের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পুরবাসীদের যাতে বাড়ি থেকে বের হতে না হয়, সেজন্য নয়া পদক্ষেপ গ্রহণ করল হাওড়া পুরনিগম। নিত্যপ্রয়োজনীয় ৪৩ রকমের মুদিখানার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন পুরনিগমের কর্মীরা। এইসব পণ্য পুরবাসীরা পাবেন একেবারে বাজারদরেই।
জানা গেছে, এই পরিষেবা দেওয়ার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে পুরনিগম। নম্বরটি হল: ১৮০০১২১৫০০০০০। একইসঙ্গে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। অর্ডার নেবেন হেল্প ডেস্কের কর্মীরা। এরপর সেই অর্ডার অনুযায়ী সেইসমস্ত জিনিস বাড়িতে পৌঁছে দেবেন একটি ফুড চেনের কর্মীরা। টাকা তখনই মেটাতে হবে উপভোক্তাকে। কোনও বাড়তি খরচ লাগবে না। ওই খাদ্য সরবরাহকারী সংস্থার আধিকারিক রাজীব চক্রবর্তী বলেন, ‘হাওড়া পুরনিগম অর্ডার নিয়ে আমাদের জানাচ্ছে। আমরা সেইমতো ডেলিভারি করছি। এজন্য পুরবাসীকে কোনও খরচ বহন করতে হবে না।’
তবে অর্ডার দেওয়ার ক্ষেত্রে দু’টি ছোট শর্ত দেওয়া হয়েছে। অন্তত দু’শো টাকার জিনিস কিনতে হবে এবং সমস্ত অর্ডার মিলিয়ে ওজন হতে হবে দশ কেজির কম। পরিবারপিছু একবারই অর্ডার নেওয়া হবে। প্রথম পর্যায়ে ১ নম্বর থেকে ৬ নম্বর ওয়ার্ডে এই পরিষেবা চালু করছে হাওড়া পুর নিগম। হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, ‘যে সব এলাকা স্পর্শকাতর ও বেশি লোক পথে বেরোচ্ছেন আমরা প্রাথমিক ভাবে সেই জায়গাতেই এই পরিষেবা দিচ্ছি। শীঘ্রই আরও জায়গা যোগ করা হবে।’