কয়েক দিন ধরেই আরও খারাপ হচ্ছিল পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দেশে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এবার আরও এক লম্বা লাফ দিয়ে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেল। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২০ জন। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা ৯১৫২। শেষ একদিনে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০৮।
স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, মহারাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। সেখানে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২৩৫১। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২১৭ জন ও মারা গিয়েছেন ১৪৯ জন। গত মঙ্গলবার পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০০ ছিল। কিন্তু গত সাত দিনের মধ্যে তা দ্বিগুণ হয়ে গিয়েছে। রাজধানী দিল্লীতেও অবস্থা খুব একটা ভাল নয়। সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১২০৫। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭ জন, মারা গিয়েছেন ২৪ জন। তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ১১৩৬। সুস্থ্য হয়ে উঠেছেন ৫০ জন ও প্রাণ হারিয়েছেন ১১ জন।