এবার নাগাল্যান্ডেও করোনার থাবা। হদিশ মিলল প্রথম করোনা আক্রান্তের। কিছুদিন আগে পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে সেইভাবে করোনা থাবা বসাতে পারেনি। কিন্তু বর্তমানে আসামে ২৯ জন, মণিপুর ও ত্রিপুরায় দুজন করে, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে একজন করে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই ডিমাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে। করোনার উপসর্গ দেখা দেওয়ার পরেই অবশ্য তাকে গুয়াহাটির মেডিক্যাল কলেজ ও হসপিটালে স্থানান্তরিত করা হয়েছিল।
সূত্রের খবর, ওই ব্যক্তি নাগাল্যান্ডের ডিমাপুরের মারওয়ারি পট্টির বাসিন্দা এবং মার্চের শুরুর দিকে কলকাতায় এসেছিলেন। তারপর হায়দ্রাবাদেও গিয়েছিলেন। ওই নাগাল্যান্ডের বাসিন্দার করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান অসমের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, ‘ডিমাপুরের একটি বেসরকারি হাসপাতালে থেকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে একজনকে স্থানান্তরিত করা হয়েছিল। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।’