ভারতে ক্রমশ ত্রাস ছড়াচ্ছে করোনা ভাইরাস। লকডাউনের মধ্যেও বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই দেশ সচল রাখতে তৎপর। আমজনতার যাতে কোনওরকম অসুবিধে না হয় সেদিকে সর্বক্ষণ নজর রয়েছে তাঁদের। জনগণের জন্য কাজ করার জন্য নিজের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটিও নেবেন না বলে জানিয়েছেন সদ্য মা হওয়া এক আইএএস অফিসার।
মাত্র ২২ দিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রীজানা। কিন্তু দেশগের চরম পরিস্থিতিতে মাতৃত্বকালী ছুটি বাড়ি বসে কাটাতে পারেননি ২০১৩ ব্যাচের আইএএস শ্রীজানা। তাই ডিউটির ডাকে সাড়া দিয়ে বেরিয়েছেন কাজে। সঙ্গে প্রায় ১ মাসের ছোট্ট শিশু।
২০১৩ সালের আইএএস ব্যাচের এই অফিসার এখন গ্রেটার বিশাখাপত্তনম পুরসভার কমিশনারের পদে আসীন। সন্তানের জন্মের পর মাতৃত্বকালীন ছুটি নেবেন না বলেই জানিয়েছেন শ্রীজনা। বরং কাজ করবেন অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের জন্য।
দুধের শিশুকে সঙ্গে নিয়েই তাই নিয়মিত অফিস আসছেন শ্রীজনা। নবজাতককে তোয়ালে পেঁচিয়ে কোলে নিয়েই চলছে নিত্যদিনের কাজকর্ম। টুইটারে সেই ছবি শেয়ার করেছেন চিগুরু প্রশান্ত কুমার নামের এক ব্যক্তি। তিনি লিখেছেন, “৬ মাসের মাতৃত্বকালীন ছুটি না নিয়ে দেশের এই জটিল পরিস্থিতিতে কাজে এসেছেন এই আইএএস অফিসার। সঙ্গে রয়েছে তাঁর এক মাসের সন্তানও।“
শ্রীজনা জানিয়েছেন, এই পরিস্থিতিতে নিজের সন্তানের জন্য যথেষ্ট নিরাপত্তা নিয়েছেন তিনি। হাইজিনের দিকেও সম্পূর্ণ ভাবে খেয়াল রাখছেন। বাচ্চার খাওয়াদাওয়া কিংবা কোনও কিছুতেই সমস্যা না হয় সেদিকেও নজর রয়েছে তাঁরা। আর সেই কারণেই একরত্তিকে নিয়েই অফিসে আসেন তিনি।
কিভাবে তিনি তাঁর কোলে আগত নবজাতকের যত্ন নেবেন, এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে তাঁর আইনজীবী-স্বামী এবং তাঁর মায়ের যথেষ্ট সমর্থন রয়েছে।
একজন দায়িত্বশীল এবং প্রধান কর্মকর্তা হিসাবে তিনি বলেন, এই কঠিন সময়ে কর্মরত থাকার গুরুত্ব এবং এই জরুরি পরিষেবাগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি অবগত। তাই বাড়ি বসে থাকতে পারেননি। পাশাপাশি তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন ভাইরাসের ঝুঁকি কমাতে সম্মিলিত ভাবে কাজ করছে।