গত সপ্তাহেই রাজ্যের পরিবহণ দফতর ঘোষণা করেছিল যে, লকডাউনের মধ্যে খুব জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য আংশিক ভাবে ট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা চলছে। সেইসময় বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। সেই কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছিল পরিবহণ দফতর।
করোনা মোকাবিলায় এখন দেশজুড়ে চলছে লকডাউন। এমনকি গতকাল সেই লকডাউনের মেয়াদ বাড়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু মানুষকে কাজের তাগিদে বাইরে বেরোতে হচ্ছে। কেউ যাচ্ছেন হাসপাতাল, কাউকে বা ব্যাঙ্ক, কাউকে বা জরুরি পরিষেবার কাজে। এই পরিস্থিতিতে এগিয়ে এল কলকাতা পুলিশ। রবিবার কলকাতা পুলিশের টুইটার থেকে একটি নম্বর দেওয়া হয়। নম্বরটি হল-১০৭৩।
টুইটারে জানানো হয়েছে, জরুরি পরিষেবার জন্য ট্যাক্সি পাওয়া যাবে। তবে, তার জন্য সেই নম্বরে ফোন করে নাম, ঠিকানা, গন্তব্য ও সেখানে যাওয়ার কারণ বলতে হবে। তারপরই সেখান থেকে ট্যাক্সি চালকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে পাঠানো হবে ট্যাক্সি। প্রয়োজনীয় নথি দেখালে তবেই মিলবে পরিষেবা। একটি ট্যাক্সিতে তিন জনের বেশি যাতায়াত করা যাবে না বলেও জানা গিয়েছে।
তবে, শুধু সরকারি পরিষেবার নয়, কলকাতায় জরুরি পরিষেবা চালু রাখতে এগিয়ে এসেছে ওলা উবরও। জরুরি ভিত্তিতে পাওয়া যাচ্ছে তাঁদের ক্যাবও। ওলা ও উবরের কন্ট্রোল রুমের নম্বর হল- ৯৪৩৪৩১৫৮৯২/৮৩৩৫০০২১৩৩। তবে এর আগে অবশ্য রাজ্য সরকারের তরফে কলকাতার বেশ কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, জরুরি পরিষেবা চালু রাখার জন্যই ওই বাস পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পরিবহণ দফতর সূত্রে।