মুম্বইয়ে আরব সাগরের পাড়ের ঐতিহাসিক তাজ হোটেল এর আগেও বহু যুদ্ধের সাক্ষী। ২৬/১১-র মত ভয়াবহ ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছিলেন হোটেল কর্মীরা। এবার সেই তাজ হোটেলেই থাবা বসালো করোনা। আবার শুরু হল লড়াই। তবে, আগের লড়াই ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে। এবারের লড়াই মারণ করোনার বিরুদ্ধে। জানা গেছে, তাজ হোটেলের ৬ কর্মীর দেহে মিলেছে কোভিড-১৯। সূত্রের খবর, কমপক্ষে ৬ জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালই তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে। হোটেল কর্তৃপক্ষের তরফে এই তথ্যের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে মুম্বইয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিজেদের হোটেলে রাখার প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়ান হোটেলস কোম্পানি। সেইমতো এই মুহূর্তে তাজ হোটেল ছাড়াও বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড, ভিভান্তা প্রেসিডেন্ট ও তাজ সান্তাক্রুজে অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। তাঁদের শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিন বোম্বে হাসপাতালের চিকিৎসক ডা. গৌতম বনশালী বলেছেন, ‘তাজ হোটেলের ৬ জন কর্মচারীর চিকিৎসা চলছে বোম্বে হাসপাতালে। তাঁদের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তাঁরা সুস্থ হয়ে উঠছেন এবং স্থিতিশীল রয়েছেন।’ হোটেল কর্তৃপক্ষ অবশ্য আক্রান্ত কর্মীর সংখ্যা না জানিয়েই বলেছে, যাঁদের চিকিৎসা চলছে তাঁদের তেমন কোনো অসুস্থতা দেখা যায়নি। তবে পরীক্ষায় তাঁদের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।