গতকালই দেশজোড়া লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩০ এপ্রিল অবধি এই লকডাউন বাড়ানো হয়েছে। আর এরমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ এপ্রিল, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫৬। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ভারতে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২৭৩ জন। তবে আশার খবর, এখনও পর্যন্ত ৭১৬ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৩৬৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। সেইরাজ্যে এখনও পর্যন্ত ১৭৬১ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দিল্লীতেও আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১০৬৯।
অন্যদিকে, দক্ষিণে তামিলনাড়ুতে ৯৬৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। শুধুই আক্রান্ত নয়, মৃতের সংখ্যাতেও সবথেকে এগিয়ে মহারাষ্ট্রই। ওই রাজ্যে ১২৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ৩৬ জন মারা গিয়েছেন মধ্যপ্রদেশে। গুজরাতে মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়াও আরও ৪ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১৭ জন ও আসামে ২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসামে মৃত্যু হয়েছে ১ জনের। ঝাড়খণ্ডেও ১ জনের মৃত্যু হয়েছে।