জল্পনা কি সত্যি হতে চলেছে? বাড়ছে লকডাউনের মেয়াদ? এই প্রশ্ন উঠছিল বেশ কয়েকদিন ধরে। কারণ করোনায় আক্রান্তের সংখ্যা দেশে যে ভাবে বাড়ছে, তাতে বিভিন্ন রাজ্য সরকার ও বিশেষজ্ঞরা কেন্দ্রীয় সরকারের কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। শুধু তাই নয়। ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়িয়েছে উড়িষ্যা ও পাঞ্জাব। একই পথে হাঁটতে পারে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি। শনিবার একই বিষয়ে শুরু হল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো-বৈঠক।
আজ সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভিডিয়ো-বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ, পিনরাই বিজয়ন, উদ্ধব ঠাকরে-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
জানা গিয়েছে, অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানো বা ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পক্ষে। এই বিষয়ে আলোচনা চলছে। আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করতে প্রস্তুত। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির উচিত একই নীতি মেনে চলা। কাঁধে কাঁধ মিলিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করব আমরা।’ এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী মোদী। জবাবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
একই সওয়াল করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা চলতি লকডাউনের মেয়াদ। অন্যদিকে, করোনা পরীক্ষার টেস্ট কিটের দ্রুত জোগানের উপর জোর দেওয়ার কথা বলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। লকডাউন বৃদ্ধির পাশাপাশি শিল্প ও কৃষির জন্য বিশেষ আর্থিক ঘোষণার কথা প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি।