করোনা সতর্কতার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। জীবন ও জীবিকা কার্যত স্তব্ধ হয়ে গেছে পৃথিবীর অন্যতম আদিম জনগোষ্ঠী শবর জনজাতির মানুষজনের। লকডাউনের ফলে এখন তাঁদের পেটে টান ধরেছে। লকডাউনের জেরে পনেরো দিনেও মেলেনি সরকারি সাহায্য।ওঁরা নিজেরা অবশ্য কোনও অভিযোগ করছেন না। ওঁরা বেঁচে আছেন নিজেদের মতো করে।
রমইগড়া হল পুরুলিয়ার কেন্দা থানা এলাকার চিপিদা-ভাণ্ডারপুয়ারা গ্রাম পঞ্চায়েতের এক শবরটোলা। এখানে উনচল্লিশটি শবর পরিবারের বসবাস। জীবিকা বলতে জঙ্গলের কাঠ সংগ্রহ করে বিক্রি করা কিংবা বাঁশ ও তালপাতার সামগ্রী তৈরি করা। বনে যাওয়া এখন বন্ধ। বন্ধ রয়েছে বাজার দোকানও। টাকাপয়সাও নেই। ঘরে খাবারের নিত্য অভাব। তাই ইঁদুর ধরছেন খিদে মেটানোর জন্য।
পুরুলিয়া ১-এর বিডিও দিব্যজ্যোতি দাস বলেন, “পঞ্চায়েত থেকে সাহায্য করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থাও ওঁদের সাহায্য করেছে। কেন ওঁরা রেশন পাননি সেই দিকটা আমি খোঁজ নিয়ে দেখছি।”