করোনার জেরে দেশ জুড়ে লকডাউন। এমন অবস্থায় ওষুধ কিভাবে পাওয়া যায় তা নিয়ে চিন্তায় পড়েছিল চার বছরের ক্যান্সার আক্রান্ত ছোট্ট মেয়েটির পরিবার। কিন্তু এক ব্যক্তির সহৃদয়তায় ওষুধ মিলল ছোট্ট শিশুটির। ওষুধ পৌঁছতে প্রায় ১৫০ কিলোমিটার বাইক চালিয়ে আসলেন কেরালার এক ব্যক্তি।
কেরালার আলাপ্পুজা জেলায় থাকা চার বছরের ক্যান্সার আক্রান্ত ওই মেয়েটির কেমো ইউনিট বন্ধ হয়ে গিয়েছে লকডাউনের জন্য। সেই কারণেই তাকে আপৎকালীন ওষুধ নেওয়ার কথা বলেন চিকিৎসকরা। কিন্তু সেই ওষুধ ছিল না তার পরিবারের কাছে। এমনকি তাদের জেলাতেও সেই ওষুধ না পাওয়া যাওয়ায় এক পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার।
অ্যান্টনি রথিশ নামের ওই পুলিশ অফিসার তার এক বন্ধু বিষ্ণুকে গোটা ব্যাপারটি বলেন, এবং ওষুধ আনার জন্য সাহায্য চান। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে বিষ্ণু তিরুবন্তপুরমের উদ্দেশ্যে রওনা দেন ওষুধ আনার জন্য। এবং ক্যান্সার আক্রান্ত মেয়েটির জন্য উপযুক্ত ওষুধ নিয়ে অবশেষে নিজের জেলায় ফেরেন বিষ্ণু। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিষ্ণুকে কি ভাষায় ধন্যবাদ জানাবেন বুঝতে পারছেন না শিশুটির পরিবার। তারা জানান, ওই ব্যক্তি তাদের কাছে ভগবানের দূত।