করোনা মোকাবিলায় আমেরিকা বা জার্মানির মতো প্রথম বিশ্বের দেশের থেকেও অনেক বেশি ভালো কাজ করছে ভারত। সম্প্রতি এক সমীক্ষায় এমনটাই দাবি করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। ওই বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ গভর্মেন্ট রেসপন্স ট্র্যাকার অনুসারে শুধু আমেরিকা বা জার্মানি নয়, ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন প্রশাসনের থেকেও বেশি ভালো কাজ করছে ভারতীয় প্রশাসন।
এই সমীক্ষাটি করা হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপের উপর নির্ভর করে। যেমন, প্রশাসন কত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, জমায়েত বন্ধ করছে, গণ পরিবহন স্থগিত করেছে, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান কবে বাতিল করেছে, আন্তঃরাজ্য পরিবহন কতদিনে বন্ধ হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে ইত্যাদি।
যার নেতৃত্বে এই সমীক্ষা হয়েছে সেই অধ্যাপক থমাস হেল জানান, ‘অবশ্যই আমাদের সমীক্ষার ফলে পুরো ঘটনা জানা সম্ভব নয়। তবে এই সমীক্ষার ফলে ডিসিশন মেকার্স ও হেলথ অফিসিয়ালদের কিছুটা সুবিধা হবে বলেই আমাদের বিশ্বাস। এর ফলে একদেশের প্রশাসন জানতে পারবে অন্যদেশ এই সংক্রমণ আটকানোর জন্য কী কী করছে।’
তবে এই সমীক্ষায় শুধু এটাই জানা সম্ভব কোনও দেশের সরকার কী কী পদক্ষেপ ঘোষণা করেছে। সেই পদক্ষেপ আদৌ কতটা বাস্তবায়িত হয়েছে সেটা জানা যায় না। উল্লেখ্য, ভারতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৪৪৭ জন। মৃতের সংখ্যা ২৩৯। করোনাকে হারিয়ে সুস্থ্য হয়েছেন ৬৪৩ জন।
