করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৫ মার্চ থেকে গোটা দেশে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। যার ফলে হুড়মুড়িয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। তথ্য বলছে, দেশের বড় শহরগুলিতে বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০.৯ শতাংশ। যার ফলে ভারতজুড়ে বেকারত্বের হার এখন ২৪.৪ শতাংশ। এই পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ক্রমেই চিন্তা বেড়েছে কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের। তবে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, এই লকডাউনের সময় কোন চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করা হবে না।
প্রসঙ্গত, লকডাউন জারি হওয়ার পর থেকেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল, এই অবস্থায় কোনোভাবেই অস্থায়ী কর্মীদের বা কলকাতা পুরসভার ১০০দিনের কর্মীদের ছাঁটাই করা যাবে না। বরং ১০০ দিনের কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এই অবস্থায় কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মীরা চিন্তায় পড়ে ছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে। অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে চুক্তি শেষ হওয়ার সাথে সাথেই তাদের বসিয়ে দেওয়া হবে কিনা তা ভেবে। তবে পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো এই লকডাউনের সময় কোন চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করা হবে না। এমনকী এই সময়ে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সম্পূর্ণ বেতন দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।