করোনার এই অন্ধকার কেটে গিয়ে ফের আলো ফুটবে পৃথিবীর আকাশে। এই আশায় আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজে করোনা-প্রভাবিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বোর্ড প্রেসিডেন্ট বলছেন খেলা এখন প্রাধান্য পাচ্ছে না, একমাত্র চিন্তা পৃথিবীর সুস্থতা ফেরানো।
প্রাক্তন অধিনায়ক বলছেন, ‘সারা পৃথিবী লকডাউনে চলে গিয়েছে, ভাবা যায়! ক্রিকেট বা খেলা নিয়ে এখন ভাবার অবস্থায় কেউ নেই। এটা খেলা নিয়ে ভাবার সময়ও নয়। এখন সবার আগে হচ্ছে, কী ভাবে গোটা পৃথিবী করোনার গ্রাস থেকে রক্ষা পাবে’।
এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও কিছু নিশ্চিত করে বোঝা যাচ্ছে না। লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সৌরভ জানাচ্ছেন, “আমি একটাই কথা বলব, এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে। আমি সব সময় বিশ্বাস করেছি, অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে শেষে গিয়ে ঠিকই আলোর দেখা পাওয়া যায়”।
ত্রাণের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, “বোর্ড যতটা পেরেছে, আর্থিক ভাবে সাহায্য করেছে। প্রয়োজনে আবার করবে। ম্যাচ কী ভাবে, কখন করা যাবে জানি না। কারণ চারদিকেই তো সব বন্ধ হয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হলে ম্যাচ নিয়ে ভাবা যাবে না। তবে এটুকু বলতে পারি, এটা খেলার সময় না। এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। তার জন্য যা যা করণীয়, বোর্ড করবে।