উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে ভিনরাজ্যের এক রোগীর পালানোর চেষ্টা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ চেষ্টার পরে পুনরায় ওই রোগীকে ওয়ার্ডে ফেরাতে সক্ষম হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজের অ্যাসিস্টান্ট সুপারিনটেন্ডেন্ট অভীক মাইতি জানান, “রোগী সম্ভবত মানসিক সমস্যার জন্য আইসোলেশন ওয়ার্ড থেকে পালাতে চাইছিলেন। আমরা ওর কাউন্সেলিং করাব। তবে আইসোলেশন ওয়ার্ডে থাকলেও ওই রোগীর করোনা পজিটিভ কোনও রিপোর্ট নেই”।
উত্তরপ্রদেশের এক রোগীর পালানোর চেষ্টাকে ঘিরে এদিন চাঞ্চল্য চড়ায়। উত্তরপ্রদেশের ওই রোগীকে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে পাঠান হাসপাতালের চিকিৎসকরা। দীর্ঘ প্রায় ১২ দিন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা করালেও শুক্রবার গভীর রাতে মেডিক্যাল কলেজের তিন তলার আইসোলেশন ওয়ার্ডের জানলার কার্নিশ বেয়ে পালাবার চেষ্টা করেন তিনি৷ সেই মুহূর্তে হাসপাতালে থাকা সুরক্ষা কর্মী ও পুলিশ বাহিনী বিভিন্ন দিক থেকে ওই রোগীকে কার্নিশের মধ্যেই ঘিরে ফেলেন।