লকডাউনের জেরে আইপিএল অনিশ্চিত হয়ে পড়লেও ভারতীয় ক্রিকেটারদের মাইনেতে তার প্রভাব পড়ল না। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সব ক্রিকেটারের তিন মাসের বকেয়া মিটিয়ে দিয়েছে বোর্ড। কোনও রকম পে-কাট ছাড়াই।এতেই শেষ নয়। সদ্য শেষ হওয়া আর্থিক বছরের মধ্যে ভারতের সিনিয়র ও ‘এ’ টিমের ম্যাচ ফি-ও মিটিয়ে দেওয়া হয়েছে।
ক্রিকেটাররা পে-কাট নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন। এই ব্যাপারে যদিও ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কোনও আলোচনা হয়নি। তাই ক্রিকেটাররাও বুঝতে পারছিলেন না শেষ পর্যন্ত করোনার প্রভাব তাঁদের মাইনেতে পড়বে কি না। কিন্তু বোর্ডের তরফে ক্রিকেটারদের কোনও টাকাই কাটা হয়নি এই অনিশ্চয়তার মধ্যেও।
কাট নিয়ে ইন্ডিয়ান্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক মালহোত্রা বলেছিলেন, ‘এই পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকে।’ পে-কাটের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। যা নিয়ে আবার গাভাসকর বিরোধিতা করেন মালহোত্রার। কিন্তু বাস্তবে পে-কাটের প্রশ্নই এল না।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পে-কাটের জন্য প্রস্তুত। এমনকী অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি নবীকরণ স্থগিত করে দেওয়া হয়েছে। সর্বত্র পে-কাটের আবহের মধ্যে যেন দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় বোর্ড।