ডিসেম্বরে নিলামে রেকর্ড ১৫.৫ কোটি টাকা দিয়ে কামিন্সকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই ত্রয়োদশ আইপিএলে বাড়তি নজর থাকবে কামিন্সের উপর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্ণামেন্টে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন অজি পেসারটি। কিন্তু করোনা ভাইরাসের জেরে ঘোর অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তাঁর পরিকল্পনা। আইপিএলে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়া তারকা পেসার প্যাট কামিন্স। দর্শকশূন্য গ্যালারিতে হলেও তিনি এই টুর্নামেন্টে খেলতে চান বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
একজন ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্সের পক্ষে টানা দু’মাস ঘরে বসে থাকাটা কষ্টকর মনে হচ্ছে। তাই তিনি বলতে বাধ্য হয়েছেন, ‘যত দ্রুত সম্ভব ক্রিকেট শুরু হওয়া দরকার। আশা করছি, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। মানুষের সুরক্ষা সুনিশ্চিত করে ধীরে ধীরে ক্রিকেট শুরু করা যেতে পারে। আইপিএলের মত বড় টুর্নামেন্ট একেবারে বাতিল না করে প্রয়োজনে দর্শকশূন্য গ্যালারিতে আয়োজন করা যেতে পারে। তবে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে নিরাপত্তাকে। এই টুর্নামেন্ট দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছেন। ফাঁকা গ্যালারিতে খেলা হলেও দর্শকরা নিদেনপক্ষে বাড়িতে বসে টিভিতে ম্যাচ দেখে আনন্দ উপভোগ করতে পারবেন।