এবার করোনা আতঙ্কে ওষুধ ব্যবসায়ীরাও। আতঙ্কের সূত্রপাত দক্ষিণ কলকাতার ভবানীপুরে। ক্রমে তা ছড়িয়ে পড়ল মধ্য কলকাতার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে। বৃহস্পতিবার ভবানীপুরের বাসিন্দা এক ওষুধ ব্যবসায়ীর শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস। ওই ব্যক্তি মেহতা বিল্ডিং-এর ওষুধ ব্যবসায়ী। জ্বর আসার আগে পর্যন্ত তিনি রীতিমতো বসেছেন তাঁর ওষুধের দোকানে, এমনই দাবি অন্য ব্যবসায়ীদের। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে মেহতা বিল্ডিং ও তার পাশের বাগরি মার্কেটে। তারই জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে স্যানিটাইজ করা হয়েছে মেহতা বিল্ডিং। বাদ পড়েনি বাগরি মার্কেটও।
বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর শরীরে করোনা ভাইরাস থাবা দিয়েছে, এই খবর পাওয়ার পরই পুরো মেহতা বিল্ডিং জুড়ে শুরু হয়ে যায় আতঙ্ক। বিশেষ করে সি ব্লকের একতলার অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে দেন। খবর যায় পুরসভায়। পুরো বাড়িটি ওষুধ মেশানো জল দিয়ে স্যানিটাইজ করা হয়। এদিনও পুরসভার গাড়ি বড়বাজারে আসে। ওই ব্যবসায়ীর দোকান প্রত্যেকটি তলার মেঝে ও আশপাশের দোকানগুলি স্যানিটাইজ করে পুরসভা।
বাণিজ্যিক বাড়িটির একতলার এক ওষুধ ব্যবসায়ী জানান, তাঁদের অনেকেই কথা বলেছেন ওই করোনা আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে। আবার দোকানে ক্রেতারাও যাতায়াত করেছেন। তাই ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনওভাবে করোনা ছড়িয়ে পড়েছে কি না, তা তাঁরা কেউ জানেন না। সেই কারণে ওষুধ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই খবর পেয়ে পাশের বাগরি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাই ওই বাণিজ্যিক বাড়িটিও স্যানিটাইজ করা হয়েছে।
অন্যদিকে বেহালা এয়ারপোর্টের অদূরে পর্ণশ্রীর উপেন ব্যানার্জি রোডের বাসিন্দা এক প্রৌঢ়ার শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। তিনি বেঙ্গালুরু থেকে ফেরার পর থেকে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। স্যানিটাইজ করা হয়েছে পর্ণশ্রী ওই বাড়িটিও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের লোকজন ও ভাড়াটেদেরও পাঠানো হয়েছে কোয়ারনটাইনে। এই ঘটনার জেরে পর্ণশ্রী ও বেহালা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।