দেশে দ্রুতই ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। এই সময়ে, আয়ুষ্মান খুরানা সর্বত্র লকডাউন সম্পর্কে একটি ভিডিও করেছেন। এই ভিডিওতে আয়ুষ্মান শায়েরির মাধ্যমে অসহায়, দুঃস্থদের দুর্দশার কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এই ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়ে ঘুরছে।
এই ভিডিও নিয়ে আয়ুষ্মান খুরানা টুইটে বলেছেন, “সামনের বাড়িটি সিল করে দেওয়ার পরেই বদলেছে জীবনযাত্রা। ওই বিল্ডিংয়ের নীচের দোকান থেকেই সবার প্রযোজনীয় জিনিসপত্র আসত।”
আয়ুষ্মান খুরানা ভিডিওতে আরও বলেছেন, “এই অসুস্থতা সম্পর্কে আরও কিছুদিন আগে সজাগ করলে কী ক্ষতি হত! গরিব মানুষেরা বেঁচে যেতেন। আজ সারাক্ষণ আমরা ভয়ে ভয়ে বেঁচে আছি। যেন জীবন্মৃত। আমরা নিরাপদে আছি। বরং তাঁদের কথা ভাবুন, যাঁরা রাস্তা পরিষ্কার করেন, আবর্জনা নেন, বাড়ির জিনিসপত্র পৌঁছে দিয়ে যান এবং তারপরে নিজের বাড়িতে যাওয়ার সুযোগ পান। আমরা তাঁদের শুকনো ধন্যবাদ দিয়ে ছেড়ে দিই।আমাদের তো প্রচুর অর্থ! আমাদের কি যায় আসে।”