সারা দেশের বিভিন্ন শহরের কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আইটিসি হোটেল গোষ্ঠী। স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্মীদের এই দুঃসময়ে খাবারের জোগান দিচ্ছে পাঁচ তারা এই হোটেল গোষ্ঠী।
শুধুমাত্র খাবারের ব্যবস্থা করাই নয়, জয়পুর এবং গোয়ায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের শাওয়ার ক্যাপ এবং পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজারের জোগান দিয়ে চলেছে আইসিটি হোটেল। অন্যদিকে মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইটিসি মারাঠা-কে কোয়ারেন্টাইন কেন্দ্র ঘোষণা করেছে।
নয়া দিল্লীর আইটিসি ময়ূর এবং ওয়েলকাম হোটেল শেরাটন আবার প্রতিদিন ১৫০০ পরিযায়ী শ্রমিকের মুখে তুলে দিচ্ছে খাবার। বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া মিউনিসিপাল কর্পোরেশনে গত ১৫ দিন ধরে প্রতিদিন ১ হাজার খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে। মুম্বইয়ের অাইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল এম জি হাসপাতাল এবং কস্তুরবা হাসপাতালের ডাক্তারদের জন্যে খাবারের ব্যবস্থা করেছে। লখনউ-এর ফরচুন হোটেলও প্রতিদিন এক হাজার জনের জন্যে খাবারে বন্দোবস্ত করছে। এই উদ্যোগ এবার অন্যান্য শহরগুলিতে শুরু করবে আইটিসি হোটেল। সেই তালিকায় রয়েছে কলকাতা, চেন্নাই এবং হায়দ্রাবাদের নাম।