করোনা সংকট ভারতে রফতানি ক্ষেত্রেও বিপর্যয় ডেকে এনেছে। একদিকে টানা লকডাউন এবং অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধেক বরাত বাতিল হওয়ায় মাথায় হাত এদেশের রফতানিকারকদের। এর ধাক্কায় ভারতে আগামী দিনে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষের চাকরি যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এই প্রসঙ্গে রফতানিকারকদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস্-এর প্রেসিডেন্ট শরদ কুমার সরাফ বলেছেন, ‘ইতোমধ্যে পঞ্চাশ ভাগের বেশি রফতানির বরাত বাতিল হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে রফতানি ক্ষেত্র বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে। এর প্রভাবে দেড় কোটি মানুষ কাজ হারাতে পারেন বলে আমাদের আশঙ্কা। শুধু তাই নয়, রফতানি ইউনিটের জন্য নন-পারফর্মিং অ্যাসেটের হার বাড়বে।’ ২০২০ সালে বিশ্ব বাণিজ্য কমে এক-তৃতীয়াংশে নেমে আসতে পারে বলে বিশেষজ্ঞ মহলের আশঙ্কা।
ভারতের অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক কাজ করেন, তাঁদের মধ্যে প্রায় ৪০ কোটি দারিদ্র্য সীমার অতলে নেমে যেতে পারেন বলে দিন কয়েক আগেই আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা। রিপোর্টে তারা বলেছে, ‘ভারতে মোট ৯০ শতাংশ কর্মীই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। লকডাউন ও অন্যান্য বাধানিষেধের ফলে তাঁরাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪০ কোটি কর্মী এই সঙ্কটের ফলে আরও বেশি দারিদ্র্যের কবলে পড়তে পারেন। লকডাউনের ফলে এই সমস্ত শ্রমিকদের একটা বড় অংশ ইতিমধ্যেই কাজ হারিয়ে তাঁদের গ্রামে ফিরে গিয়েছেন।’ আইএলও এই রিপোর্ট প্রকাশের কয়েকদিনের মধ্যেই দেশের রফতানিকারকদের তরফে এই ক্ষেত্রের সঙ্গে জড়িত দেড় কোটি মানুষের ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করা হল।