শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ। আর এই মারণ ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা শুক্রবার ১ লক্ষ ছাড়িয়ে গেল। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। প্রায় পাঁচ লক্ষ ছুঁই ছুঁই। গত চব্বিশ ঘন্টায় সেখানে নতুন ১৮ হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে আরও ১৩০০ জনের।
গতকাল বৃহস্পতিবারই গোটা পৃথিবী জুড়ে কোভিডের আক্রমণে ৭৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েকদিন ধরে কোভিড আক্রান্তদের মধ্যে ৬ থেকে ১০ শতাংশের গড়ে মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের মধ্য চিনের উহান শহরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল ৯ জানুয়ারি। তার পর থেকে কোভিড সংক্রমণে ৫০ হাজার মানুষের মৃত্যু হতে ৮৩ দিন সময় লেগেছে। কিন্তু তার পর মাত্র আট দিনে আরও ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব জুড়ে এই মহামারীকে ষাটের দশকে বিলেতের প্লেগ মহামারীর সঙ্গে তুলনা করছেন। তখনও প্রায় ১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল শুধু লন্ডন শহরেই। যদিও এই সংখ্যা স্প্যানিশ ফ্লুতে মৃত্যুর সংখ্যার তুলনায় কম।