রাজ্যে লকডাউনের মেয়াদ বেড়ে হল ৩০ এপ্রিল। শনিবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই সময় আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। গোটা দেশকে কয়েকটি জোনে ভাগ করে লকডাউন চালানো হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে বলে মমতা। আগামী দুই-তিনদিনের মধ্যে এই সম্পর্কিত গাইডলাইন তৈরি হবে। তিনটি টাস্কফোর্স ইতিমধ্যেই গঠন করা হয়েছে। এই সময়ে কোথাও জমায়েত করা যাবে না বলেও জানিয়েছেন মমতা।
সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ‘রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আর ৬টি বেড়েছে। ফলে মোট অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৯৫। গতকাল এই সংখ্যাটা ছিল ৮৯। মৃতের সংখ্যা অবশ্য পাঁচই রয়েছে বলে এদিন জানান তিনি। এই সময় নিজের এলাকার নিজের জায়গাট দেখবে। কলকাতারটা কলকাতার পুলিশ, হাওড়াটা হাওড়া পুলিশ দেখবে।’ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন সংখ্যাটা বাড়বে, কিন্তু আতঙ্কিত হবেন না।’
ক’দিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘লকডাউন বাড়ানো হলে মানবিকভাবে করা হোক। লকডাউনে কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি নয়।’ শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন ‘আগামী ২-৩ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ।’