করোনায় আক্রান্তের সংখ্যা দেশে যে ভাবে বাড়ছে, তাতে বিভিন্ন রাজ্য সরকার ও বিশেষজ্ঞরা কেন্দ্রীয় সরকারের কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। এই পরিস্থিতিতে শনিবার সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও-বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সেই ভিডিও-বৈঠকের পর কী কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানাতেই এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাংবাদিক সম্মেলন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টের সময় নবান্ন থেকে এই সাংবাদিক সম্মলেন করবেন তিনি।
জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের আর্থিক দাবি নেওয়া ফের একবার দাবি জানান। পাশাপাশি, তিনি জানান, করোনায় রাজ্য ও কেন্দ্র একযোগে কাজ করতেই রাজি। কিন্তু পিপিই, মাস্ক, স্যানিটাইজারের মতো জিনিস কেন্দ্রের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টি যেন দেখা হয়। পাশাপাশি, মমতা প্রধানমন্ত্রীর কাছে লকডাউন বাড়ানোর অনুরোধ করেছেন। করোনার আক্রমণ প্রতিহত করতে কেন্দ্রের সব সিদ্ধান্তের পাশেই রাজ্য রয়েছে বলেই জানান তিনি।