করোনাভাইরাসে এ বার প্রথম মৃত্যু হল আসামে। উত্তর-পূর্বের এই রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি টুইটে জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে হাইলাকান্দি জেলার এক করোনা রোগী শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন।
বৃহস্পতিবারই ৬৫ বছরের অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মীর অবস্থার অবনতি হয়েছিল। তাঁকে শিলচর হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রী জানিয়েছেন, ওই রোগীর অন্যান্য সব কিছু ঠিকই ছিল। কিন্তু অক্সিজেন নিতে না-পারায় তাঁকে মনিটরিংয়ের জন্য আইসিইউ-তে রাখা হয়েছিল।
মৃত বৃদ্ধ দিল্লীর নিজামুদ্দিনে তাবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার তাঁর কোভিড নাইনটিন রিপোর্ট পজিটিভ আসে। দিল্লীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সৌদি আরবেও গিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুকে গভীর শোকপ্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মৃতের শেষকৃত্যে যাবতীয় নিয়ম মেনেই করা হবে বলে জানিয়েছেন শিলচরের সাংসদ রাজদ্বীপ রায়।