রাজ্যের মধ্যে এখন করোনার হটস্পট বলতে একটাই শহর, সেটা হল হাওড়া। এখনও পর্যন্ত এখানে এক মহিলা এবং এক প্রৌঢ়ের শরীরে এই জীবাণু পাওয়া গিয়েছে। অন্যদিকে, সম্প্রতি হাওড়ার জেলা হাসপাতালের সুপারও সংক্রমিত হয়েছেন। যা এই রাজ্যে একপ্রকার নজিরবিহীন ঘটনা। এরপরেই নড়েচড়ে বসে হাওড়ার প্রশাসন। করোনাকে রুখতে জনসাধারণের প্রতি আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে হাওড়া সিটি পুলিশ।
সম্প্রতি করোনায় আক্রান্ত হাওড়া হাসপাতালের সুপারের শরীরে করোনা পাওয়ার পরেই তাঁকে ভর্তি তড়িঘড়ি করানো হয় এম.আর বাঙ্গুর হাসপাতালে। জানা যাচ্ছে, তাঁর অবস্থা আপাতত স্থীতিশীল। তবে সবথেকে উদ্বেগের বিষয় হল তিনি নিজের অজান্তেই গত কয়েকদিন ধরে একাধিক ব্যক্তির সঙ্গে মেলামেশা করেছেন। এমনকী, তাঁর সংস্পর্শে এসেছেন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক। ইতিমধ্যেই তাঁদের সনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সুপারের পরিবারও রয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে।
তাই পরিস্থিতির বিচারে কঠোর হচ্ছে পুলিশ। লক ডাউন অমান্য করে এবার বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলেই সেটা এখন অপরাধযোগ্য। যে ব্যক্তি নিয়ে বেরোচ্ছেন তাঁকে দিতে হবে জরিমানা। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি হল হাওড়া জুড়ে। অত্যবশ্যকীয় পণ্য পরিবহনের গাড়ি এবং জরুরি পরিষেবা প্রদানকারী যানবাহন ছাড়া যদি কোনও চার চাকা বা দু’চাকা নিয়ে বেরোলেই দিতে হবে কমপক্ষে ৫০০ টাকা।