লকডাউনের বাজারে সাধারণ মানুষের জন্য বরাদ্দ খাদ্যশস্য যাতে ঠিকমত জনগণের কাছে পৌঁছায় সেই ব্যাপারটি নিশ্চিত করতে এবার নির্দেশ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, খাদ্যশস্য দোকান থেকে তুলে বিলি করা যাবে না। দলীয় সূত্রের দাবি, রাজ্যের বিভিন্ন রেশন দোকান থেকে খাদ্যশস্য তুলে নিয়ে যাচ্ছেন দলের কিছু নেতা-নেত্রী।
এর ফলে সরকার যতই ব্যবস্থা করুক না কেন সাধারণ মানুষের অভাব সেই থেকেই যাচ্ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দায়িত্ব দেন বিষয়টি খতিয়ে দেখার। সুব্রত বাবু তদন্ত শুরু করার পরেই তাঁর কাছে প্রচুর অভিযোগ আসে। তারই প্রেক্ষিতেই অভিযুক্ত ওই সমস্ত নেতা-নেত্রীদের নিজে ফোন করে কড়া নির্দেশ দিচ্ছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল সূত্রের খবর, বর্তমানে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখছেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। বিভিন্ন জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এছাড়াও যুব নেতৃত্বদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে ফোনের মাধ্যমে। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কড়া নির্দেশ, পরিস্থিতি যাই হোক না কেন, কোনওরকম অনিয়মের পথে যেন এলাকার নেতাকর্মীরা না হাঁটেন।