গরিব মানুষের সাহায্যার্থে এর আগেও বহুবার এগিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। লকডাউনের মধ্যে তিনি এর আগেও প্রধানমন্ত্রী তহবিলে টাকা দান করেছিলেন। তাই তো তিনি শুধু ক্রিকেটেরই ঈশ্বর নন, সঙ্কটের সময় গরিবদের ‘মসিহা’ও বটে। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে আগেই আর্থিক সাহায্য করেছেন। দেশের এমন কঠিন পরিস্থিতিতে ফের ব্যাট ধরলেন শচীন তেণ্ডুলকর। এবার ৫ হাজার দুঃস্থকে খাওয়ানোর দায়িত্ব নিলেন মাস্টার ব্লাস্টার।
করোনাকে ঠেকাতে একজোট হয়ে লড়ছে গোটা দেশ। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। ব্যতিক্রমী নন শচীনও। মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ করে মোট ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন তিনি। এবার আপনালয় নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এক মাসের জন্য পাঁচ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিলেন।
এই মহৎ কাজের জন্য টুইটারে ক্রিকেট ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। তাঁরা লেখেন, ‘লকডাউনে যাঁদের সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শচীন। এমন সঙ্কটের দিনে আপনালয়ের পাশে দাঁড়ানোয় তাঁকে ধন্যবাদ। এক মাসের জন্য পাঁচ হাজার মানুষকে খাওয়াবেন তিনি।’ উত্তরে লিটল মাস্টার লেখেন, ‘আপনালয়ের জন্য আমার শুভেচ্ছা রইল। দুঃস্থদের সেবার এই মহৎ কাজ চালিয়ে যাও তোমরা।’