দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা৷ প্রতি ঘন্টায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনাভাইরাস। দেখতে দেখতে গোটা বিশ্বের নিরিখে ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৫ লক্ষ, মৃত্যু হয়েছে প্রায় ৯০ হাজার। সুতরাং মৃত্যু সংখ্যা ছুঁতে চলেছে প্রায় ১ লাখ। আর এই মৃত্যু মিছিলে শীর্ষ স্থানে আমেরিকা।
আক্রান্তের সংখ্যা কী মৃত্যুর সংখ্যা, দুটোতেই শীর্ষে রয়েছে আমেরিকা। সংখ্যায় বলতে গেলে, বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১,৫১৮,৭৭৩, এরমধ্যে আমেরিকায় আক্রান্ত ৪৩৫,১২৮! মৃত্যু নিরিখে বিশ্ব দাঁড়িয়ে ৮৮,৫০৫-এ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৪,৭৯৫।
কিছুদিন আগেই একদিনে আমেরিকায় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল প্রায় ২,০০০ জনের। সেই পরিসংখ্যান আবারও ফিরল মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বারের জন্য একদিনে এত মৃত্যু হল আমেরিকায়। ইতিমধ্যেই লকডাউন আরো একমাস বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।