এর আগে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, তিনি গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি কোথায় রয়েছেন তা নিয়ে ধন্দে ছিল দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে অবশেষে নিজামুদ্দিনের সেই বিতর্কিত প্রধান ধর্মগুরু মৌলানা সাদের খোঁজ পেল দিল্লী পুলিশ। জানা গিয়েছে, দিল্লীর জাকিরনগরে নিজের বাড়িতেই রয়েছেন তবলিগি প্রধান মৌলানা সাদ খন্ডলভি। দিল্লী পুলিশ সূত্রে খবর, হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন সাদ। তবে করোনা তাঁর শরীরেও বাসা বেধেছে কিনা জানা যায়নি।
দিল্লী পুলিশ জানিয়েছে, শিগগির জেরা করা হবে সাদকে। তবে তার আগে চিকিৎসকের পর্যবেক্ষণে আনা হবে তাঁকে। তাঁকে সরকারি কোয়ারেন্টাইনে নেওয়া হবে কিনা তা এখনও পরিষ্কার নয় । তবে ভিডিও কলের মাধ্যমে জেরা শুরু করতে পারে দিল্লী পুলিশ। উল্লেখ্য, মৌলানা সাদের বিরুদ্ধে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠেছিল। সাবধান করা সত্ত্বেও তিনি নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাতের সমাবেশ চালিয়ে যান বলে অভিযোগ। যে কারণে, মৌলানা সাদ-সহ ছয়জনের বিরুদ্ধে সরকারি ফরমান অমান্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।