গোটা দেশে করোনা এভাবে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম হাত রয়েছে দিল্লীর তবলিঘি জামাতের ওই সভার। এমন অভিযোগ কেন্দ্রের তরফে করা হয়েছে আগেই। করোনার বাড়বাড়ন্তের কারণে এবার সেই তবলিঘি জামাতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গাজিয়াবাদের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিং। তাঁর স্পষ্ট অভিযোগ, ‘ওঁরা জঙ্গী। তাই ওঁদের সাথে জঙ্গীদের মতোই ব্যবহার করা হোক।’
এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘ওঁদেরকে বাঁচিয়ে আমরা করোনা সংক্রমণ আরও বাড়িয়ে চলেছি। এটা এক ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ। তাই সন্ত্রাসবাদীদের মতোই ব্যবহার করা হোক ওঁদের সঙ্গে।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘গাজিয়াবাদ ততদিন ঠিক ছিল যতদিন এঁরা ওখানে পা রাখেনি।’
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনারা নিজেদের তবলিঘি বলেন, ইসলামের প্রচার করেন। অথচ ডাক্তার ও নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেন। থুতু ছেটান। ইসলামে তো এমন ন্যাক্কারজনক কাজ করার নিয়ম নেই।’ এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক বলেও সাওয়াল করেন গাজিয়াবাদের এই সাংসদ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই সেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডাক্তার-নার্সদের সঙ্গে সমস্ত দুর্ব্যবহারের অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছিল।