রামনবমীর দিন বলেছিলেন করোনা বিপদে রামচন্দ্রের নাম জপ করতে। এবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার পরামর্শ, “করোনা নামক মারণ ভাইরাস দূরীভূত হতে পারে সংকট মোচন হনুমানজিকে স্মরণ করলে। হনুমান জয়ন্তীতে বজরংবলী অবতীর্ণ হয়েছিলেন। জগৎবাসীকে সংকট থেকে উদ্ধার করেছিলেন। সবাই মিলে সংকটকালে বজরংবলীকে স্মরণ করি।” বুধবার হনুমান জয়ন্তীর দিন রাহুল সিনহার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
অবান্তর মন্তব্যে বিজেপি নেতাদের জুড়ি মেলা ভার। কখনও কেউ বলেন করোনা রুখতে মাস্ক নয়, জল গামছা ব্যবহার করলেই হবে। তারওপর গো মূত্রের ওপর গেরুয়া শিবিরের সবসময়েই তুমুল ভরসা তাই করোনা রুখতে মূত্র পার্টিরও আয়োজন করা হয়। কিন্তু চিকিৎসকেরা যখন এভাবে প্রাণপাত করে করোনার বিরুদ্ধে লড়ছেন তখন রাহুলের এহেন মন্তব্যে চারপাশে নিন্দার ঝড়।