শুশুনিয়ার পর আরও একবার জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোড সংলগ্ন আড়াবাড়ি জঙ্গলে। বুধবার সন্ধ্যার পর কেউ বা কারা জঙ্গলে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেয় বলেই বনদফতরের প্রাথমিক অনুমান। সেই আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে এক হেক্টরের বেশি জঙ্গল পুড়িয়ে নষ্ট করেছে। বহু বহু শাল গাছ ও চারা শাল গাছের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
আড়াবাড়ি রেঞ্জের বনকর্মীরা জানান, “বুধবার এই আগুন সম্ভবত কেউ শিকারের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে লাগিয়েছিল। সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে এক হেক্টরের বেশি শাল জঙ্গলের ক্ষতি করেছে। দমকলের ইঞ্জিন গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে গভীর রাতে। রাতভর কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে”।
এই নিয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক শালবনি ও চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায় বেশ কয়েক দফাতে গত দু’মাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই আগুনের জেরে পাহাড়ের আশপাশে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে একদিকে যেমন বন্যপ্রাণীর ক্ষতি হয়েছে, তেমনই পরিবেশের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।